গাজীপুরে গ্রেনেড উদ্ধার
- মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর
- ২০ অক্টোবর ২০২৪, ২২:৪৬, আপডেট: ২০ অক্টোবর ২০২৪, ২৩:৫৪
গাজীপুরে আরশীনগর রিসোর্ট থেকে একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় ওই রিসোর্টের স্টাফ কোয়ার্টারের পানির ট্যাংকের জন্য নির্মিত ফল্স ছাদের ময়লা আবর্জনা পরিষ্কার করার সময় গ্রেনেডটি পাওয়া যায়।
ডিএমপি সদর থানার এসআই রাশেদুল হাসান জানান, গাজীপুর মহানগরের ভাওয়াল গাজীপুর তিন সড়ক মোড় এলাকায় আরশিনগর রিসোর্টের টিনশেড স্টাফ কোয়ার্টার রয়েছে। রোববার বিকেলে ওই কোয়ার্টারের পানির ট্যাংকের জন্য নির্মিত ফল্স ছাদের ময়লা আবর্জনা পরিষ্কারকরছিল কয়েক ব্যক্তি। এ সময় ওই গ্রেনেডটি নিচে মাটিতে পড়ে গেলে তা তারা দেখতে পেয়ে পুলিশে সংবাদ দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডটি জব্দ করে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম ডিজপোজাল টিমকে সংবাদ দেয় ।
পুলিশ জানায়, সোমবার সকালে বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে। জব্দ হওয়া গ্রেনেডটি পুরাতন এবং মরিচা ধরা।
তবে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থল পুলিশ ঘিরে রেখেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা