ইতিবাচক পরিবর্তনের ধারা অব্যাহত রাখতে হবে : জাবি ভিসি
- সাভার (ঢাকা) সংবাদদাতা
- ২০ অক্টোবর ২০২৪, ২০:৫৪, আপডেট: ২২ অক্টোবর ২০২৪, ১১:৫২
ইতিবাচক পরিবর্তনের ধারা অব্যাহত রাখতে হবে বলে মন্তব্য করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেছেন, ‘আমাদের প্রথম চ্যালেঞ্জ ছিলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে গণরুমমুক্ত করা, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই চ্যালেঞ্জ বাস্তবায়ন করতে পেরেছি। এই অর্জন ধরে রাখত হবে।’
তিনি বলেন, ‘ইতিবাচক পরিবর্তনের ধারাবাহিকতা অব্যাহত রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে অনেক দূর এগিয়ে নিতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে সকলকে কাজ করতে হবে।’
রোববার (২০ অক্টোবর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং, মাদক ও গণরুমবিরোধী র্যালি শেষে মহুয়া মঞ্চে এক সংক্ষিপ্ত সমাবেশে ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এসব কথা বলেন।
এর আগে ‘র্যাগিং, মাদক ও গণরুমমুক্ত বিশ্ববিদ্যালয় গড়ি, শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করি’ স্লোগানে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবন থেকে র্যালিটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ মোড় ঘুরে কলা ও মানবিকী অনুষদের সামনে গিয়ে শেষ হয়।
ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘২০২৪ সালে গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন সমাজ গঠন, মেধার ভিত্তিতে সকল পর্যায়ে জনবল নিয়োগ এবং মূল্যবোধের অবক্ষয় রোধ কমিয়ে আনার মতো কয়েকটি লক্ষ্যকে সামনে নিয়ে আমরা কাজ করতে চাই। প্রত্যাশা অনুযায়ী সকল লক্ষ্য অর্জন করা সম্ভব না হলেও একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ শুরু করা সম্ভব।’
তিনি বলেন, ‘নবীন শিক্ষার্থীদের জন্য গণরুমমুক্ত ক্যাম্পাসে সম্পূর্ণ আবাসিক সুবিধার অধিকার নিশ্চিত সম্ভব হয়েছে। এটা তাদের জন্য এক প্রত্যাশিত দারুণ অনুভূতি। ক্যাম্পাসে তাদের পুরো সময়টুকু যেন আনন্দের সাথে পার করতে পারে, সে ব্যাপারে সচেষ্ট থাকতে হবে।’
এ সময় ভিসি আশা প্রকাশ করে বলেন, ‘পরবর্তী বছরগুলোতে যে নবীন শিক্ষার্থীরা আসবে তাদের অধিকার নিশ্চিতেও অগ্রজ হিসেবে কাজ করবে বর্তমান শিক্ষার্থীরা। এছাড়া ক্যাম্পাসে যেকোনো অপসংস্কৃতির চর্চা থেকে দূরে থাকতে শিক্ষার্থীদের আহ্বান জানান।’
তিনি আরো বলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন, তারা আমাদের ওপর অনেক বড় দায়িত্ব দিয়ে গেছেন। দায়িত্ব পালনের অংশ হিসেবে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে গণরুমমুক্ত করার পাশাপাশি র্যাগিং ও মাদকমুক্ত করতে চাই এবং মেধার ভিত্তিতে সকল পর্যায়ে নিয়োগের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে অনুসরণযোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।’
এ সময় র্যালিতে প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আবদুর রব ও বিভিন্ন অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আজিজুর রহমান, প্রক্টর, হল প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা