১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১, ১২ রজব ১৪৪৬
`

শিমুলিয়া ফেরীঘাট থেকে একজনের লাশ উদ্ধার

- ছবি : প্রতীকী

লৌহজংয়ের শিমুলিয়া ফেরীঘাট এলাকা থেকে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় জানা যায়নি।

শনিবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে শিমুলিয়া ৩ নম্বর ফেরীঘাট এলাকায় রাস্তার পাশে থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন নয়াদিগন্তকে জানান, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ একজনের লাশ উদ্ধার করে। ওই ব্যক্তি দু’ থেকে তিন মাস ধরে শিমুলিয়া ঘাটের যাত্রীছাউনিসহ আশপাশের এলাকায় পাগলবেশে ঘোরাঘুরি করছিলেন। রাতের কোনো এক সময় ঘটনাস্থলে এলে শনিবার সকালে এলাকাবাসী তাকে মৃত অবস্থায় দেখে। পরে মুন্সীগঞ্জ জেলা পিবিআইয়ের মাধ্যমে লাশ শনাক্ত করতে না পারায় ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।


আরো সংবাদ



premium cement