‘সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে’
- কিশোরগঞ্জ প্রতিনিধি
- ১৯ অক্টোবর ২০২৪, ১৭:৫৩
সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। তিনি বলেন, নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন। সংস্কার বাদ দিয়ে দেশে নির্বাচন হলে জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না, শুধু সরকার পরিবর্তনই হবে।
শনিবার সকালে কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, ‘ক্ষমতা একজনের থেকে আরেকজনের কাছে হস্তান্তরের জন্য মানুষ আন্দোলন করেনি। একদল থেকে আরেকদলের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য তারা রক্ত দেননি। মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছেন, রক্ত দিয়েছেন। সুতরাং অধিকার প্রতিষ্ঠা করার জন্য যে আইন, সে আইন সংশোধন হবে, এরপর নির্বাচন হবে।’
তিনি বলেন, ‘জামায়াতের বক্তব্য খুব স্পষ্ট, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সিস্টেম যদি আগেরটাই থাকে তাহলে কোনো সুফল বাংলাদেশের মানুষ পাবে না, আগেও পাননি। কাজেই সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে।’
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক মো: রমজান আলীর সভাপতিত্বে রুকন সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. অধ্যক্ষ মাওলানা সামিউল হক ফারুকী। জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলামের সঞ্চালনায় এতে দায়িত্বশীল নেতারা ছাড়াও শতাধিক নারী রুকনসহ ৬০০ রুকন অংশগ্রহণ করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা