হোসেনপুরে পিকআপ উল্টে একজন নিহত
- হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
- ১৮ অক্টোবর ২০২৪, ২৩:১৫
কিশোরগঞ্জের হোসেনপুরে গরুবোঝাই একটি পিকআপভ্যান উল্টে পিকআপের নিচে চাপা পড়ে নুর ইসলাম (৩২) নামের গরুর ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আরো একজন গুরুতর আহত হয়েছে।
শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে হোসেনপুর-নান্দাইল সড়কের মধ্য গোবিন্দপুর এলাকার মুছার বাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুর ইসলাম উপজেলার মধ্য গোবিন্দপুর গ্রামের কলিম উদ্দিনের ছেলে।
এ ঘটনায় আহতজন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, নুর ইসলাম গরু কেনা-বেচার ব্যবসা করতেন। ওই দিন গরু বিক্রি করার উদ্দেশে পিকআপভ্যানে করে পাশের নান্দাইল থানার জামতলা বাজারে যাওয়ার পথে পিকআপভ্যানটি গোবিন্দপুর এলাকায় উল্টে যায়। এতে নুর ইসলাম পিকআপের নিচে চাপা পড়ে বুকে ও পিঠে মারাত্মক আঘাত পায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) এ রেফার্ড করা হয়। রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে তার মৃত্যু হয়।
নিহতের চাচাত ভাই বকুল মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা