ধামরাইয়ে মাইক্রোবাসে গ্যাস রিফিলের সময় বিস্ফোরণ, চালক নিহত
- ধামরাই (ঢাকা) সংবাদদাতা
- ১৮ অক্টোবর ২০২৪, ১৬:৩৬
ঢাকার ধামরাইয়ে সিএনজি স্টেশনে মাইক্রোবাসে গ্যাস রিফিলের সময় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলেই ফারুক হোসেন (৪৯) নামে ওই মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন।
আজ শুক্রবার দুপুরের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ঢুলিভিটা এলাকার এন অ্যান্ড এন সিএনজি স্টেশনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ফারুক হোসেন উপজেলার সূতিপারা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।
জানা গেছে, নিহত ফারুক হোসেন ঢুলিভিটা এলাকার এন অ্যান্ড এন সিএনজি স্টেশনে গ্যাস রিফিল করতে যান। গ্যাস রিফিলের সময় তিনি মাইক্রোবাস থেকে নেমে গাড়ির পেছনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সাথে সাথে ফারুক হোসেন ঘটনাস্থলেই ইন্তেকাল করেন।
এন অ্যান্ড এন সিএনজি স্টেশনের ম্যানেজার আবু সাইদ বলেন, গ্যাসের বিল পরিশোধ করে গাড়ির পাশেই দাঁড়িয়ে ছিল লোকটি। হঠাৎ করেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।
এ বিষয়ে ধামরাই থানা পুলিশের উপ-পরিদর্শক নাসির আহমেদ বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ফারুক হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করে জানতে পেরেছি ফারুক হোসেন ওই মাইক্রোবাসের মালিকও ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা