সাভারে সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু
- সাভার (ঢাকা) সংবাদদাতা
- ১৮ অক্টোবর ২০২৪, ১৫:৪৬
ঢাকা সাভারে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই নির্মাণশ্রমিমের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে সাভারের হেমায়েতপুরের শ্যামপুর বাজার-সংলগ্ন দক্ষিণ মেইটকা এলাকায় এ ঘটনা ঘটে।
শ্রমিকরা হলেন ভোলা জেলার দৌলতখানপুর উপজেলার চরপাতা ইউনিয়নের আবুল কাশেমের ছেলে সাইফুল (৪০) এবং রংপুর জেলার কোতোয়ালি থানার শ্রীরামপুর গ্রামের আবদুর সামাদের ছেলে আনিসুল (৩৮)। তারা সাভারের ভাকুর্তা ইউনিয়নের মুশুরীখোলা এলাকায় ভাড়া বাসায় থেকে নির্মাণশ্রমিকের কাজ করতেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় এক প্রবাসীর বাড়িতে সকাল ১০টার দিকে নতুন সেপটিক ট্যাংকের কাজ করতে ২৫ থেকে ৩০ ফিট গভীরে চলে যান তারা। এ পর্যায়ে তাদের কোনো সাড়া-শব্দ না পেয়ে স্থানীয়রা ট্যানারি ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের অজ্ঞান অবস্থায় উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্যপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ট্যানারি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তানভীর নয়া দিগন্তকে বলেন, দুই নির্মাণশ্রমিকের লাশ পুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা