আমরা একটি মানবিক বাংলাদেশ চাই : আমিরে জামায়াত
- আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)
- ১৭ অক্টোবর ২০২৪, ২২:৫৩
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা এমন একটি সংগঠন, আমরা চাই একটি মানবিক বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে সাভারের পক্ষাঘাত গ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রতে (সিআরপি) বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ভর্তি হওয়া আহত রোগীদের খোঁজখবর নেয়ার জন্য পরিদর্শন শেষে সিআরপির রেডওয়ে হলে সাংবাদিকদের সাথে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যেখানে মানবতার বিপর্যয় সেখানে আমরা হাজির হওয়ার চেষ্টা করি। আজকে এ কারণে এখানে এলাম। আমরা আমাদের পক্ষ থেকে সামান্য একটু উপহার এখানে কর্তৃপক্ষের কাছে তুলে দিয়েছি।
এ সময় তিনি আরো বলেন, আগামীতে এমন সরকার এমন শাসন আমাদের দেশে আসুক যাতে প্রত্যেকটি নাগরিক শান্তি নিরাপত্তা ও মর্যাদার সাথে বসবাস করতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা জেলার (উত্তর) আমির অধ্যক্ষ মাওলানা আফজাল হোসাইন, নায়েবে আমির মাওলানা আব্দুর রউফ, সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসেন, রাজনৈতিক ও নির্বাচন বিভাগীয় সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার, সাভার মডেল কলেজেরে অধ্যক্ষ মো: তৌহিদ হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য মো: লুৎফর রহমান, আইন ও মানবাধিকার সেক্রেটারি অ্যাডভোকেট শহিদুল ইসলাম ও জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা