১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১, ১৩ রজব ১৪৪৬
`

মুন্সীগঞ্জে অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার

গ্রেফতার হওয়া ডাকাত দলের সদস্যরা - ছবি : নয়া দিগন্ত

মুন্সীগঞ্জে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়কে পৃথক ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার সামসুল আলম।

তিনি বলেন, ‘পুলিশের নিজস্ব সোর্সের মাধ্যমে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও মুন্সীগঞ্জের বিভিন্ন স্থান থেকে গত কয়েক দিনে তাদের গ্রেফতার করা হয়।‘

পুলিশ সুপার জানান, ‘২৬ সেপ্টেম্বর ঢাকা-মাওয়া মহাসড়কে যশুরগাঁও এলাকায় ব্যবসায়ী রফিকুল ইসলামের প্রাইভেটকার আটকে ডাকাতির ঘটনা ঘটে।’

এ ঘটনার পরদিন মামলা হলে অভিযানে নামে পুলিশ। বুধবার অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত মো: কামাল পহলানকে (৪২) ঢাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে অপর সদস্য মো: আলমগীর (৪৫), রাজিব হাওলাদার (৪৩), মো: মোখলেছ (২৩), মো: রবিন (২৩) ও মোহাম্মদ হেলালকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল তিনটি ম্যাগাজিন, ২৮ রাউন্ড গুলি, দু‘টি মোবাইল ফোন দু’টি বিদেশি হ্যান্ডব্যাগ, দু’টি ডেবিট ও একটি ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়।

অপরদিকে, একই মাসের ২৭ তারিখ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যবসায়ী তাজউদ্দিন ও চাইনিজ নাগরিক লিওর গাড়ি আটকে ডাকাতির ঘটনায় ঘটনায় নয় থেকে ১০ জনের ডাকাত দল। এ ঘটনায় গজারিয়া থানায় মামলা হলে মুন্সীগঞ্জের গজারিয়া থেকে ঘটনায় জড়িত রাহাত মিয়া (২১) ও মো: শাহীনকে (২২) গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার জানান, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া ডাকাত সদস্যরা ঘটনায় সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। তাদের আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হবে। এ ঘটনায় বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’


আরো সংবাদ



premium cement
গণভবনে কে বসবে সে সিদ্ধান্ত আর দিল্লি থেকে আসবে না : হাসনাত আব্দুল্লাহ সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও উপমন্ত্রী জ্যাকবের দেশত্যাগে নিষেধাজ্ঞা পোরশায় ছুরিকাঘাতে বিএনপি নেতা নিহত প্লট গ্রহণে অনিয়ম : শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের মামলা স্ত্রীসহ সাবেক এমপি জিন্নার ৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ নীলফামারীতে তালার আঘাতে স্ত্রীর মৃত্যু দশমিনায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আগামী স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে না : সংস্কার কমিশন প্রধান কোইকা’র অর্থায়নে আধুনিক ডেটা ওয়্যারহাউজ স্থাপন নির্বাচন আয়োজনে ইসিকে সহযোগিতায় ইউএনডিপির মূল্যায়ন শুরু এস আলমের ৬৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ, ১৬ সম্পত্তি জব্দ

সকল