নারায়ণগঞ্জের আদিল হত্যা মামলার আসামি বেনাপোল চেকপোস্টে গ্রেফতার
- বেনাপোল (যশোর) সংবাদদাতা
- ১৭ অক্টোবর ২০২৪, ১৪:১০
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আদিল হত্যা মামলার আসামি রুস্তম খন্দকারকে (৫৭) গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বেনাপোল আইসিপি বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের যৌথ চেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রুস্তম খন্দকার নারায়ণগঞ্জের ফতুল্লা থানার লালপুর পৌশারপুকুর পাড় গ্রামের তারা খন্দকারের ছেলে এবং ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।
আইসিপি বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মামুন শিকদার ও ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক ওমর ফারুক মজুমদার জানান, ফতুল্লা থানায় যোগাযোগ করে যাচাই-বাছাই করে গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে আদিল হত্যা মামলা রয়েছে বলে প্রমাণিত হয়।
রুস্তম খন্দকারকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তারা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা