রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩
- রাজবাড়ী প্রতিনিধি
- ১৬ অক্টোবর ২০২৪, ১৭:১৯
রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় রিপন হোসেন ও নওয়াব আলী নামে দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিনজন। বুধবার দুপুরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিপন হোসেন পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ফুলতলা গ্রামের মাবুদ আলীর ছেলে।
পাংশা হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ বলেন, নিহত রিপন হোসেন মোটরসাইকেল চালিয়ে বাবু পাড়া থেকে পাংশার দিকে যাচ্ছি। তিনি উপজেলার নয়ন মোড় এলাকায় পৌঁছালে তাকে সামনে থেকে ভ্যানে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় নওয়াব আলী সরদার নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা