১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১, ১৩ রজব ১৪৪৬
`

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু

- ছবি : নয়া দিগন্ত

মাদারীপুরে ডাসারে খালে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে ওহাব আলী সরদার (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বুধবার সকালে নিহতের পরিবার সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ওহাব আলী উপজেলার বালীগ্রাম এলাকার ধুয়াশার গ্রামের বাছের সরদারের ছেলে।

এলাকা ও বাজার সূত্রে জানা গেছে, ‘ওহাব আলী দীর্ঘদিন ধরে তার বাড়ির পাশের পাথুরিয়ারপাড় বাজারে বিভিন্ন মালামালের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তিনি পাথুরিয়ারপাড় খালে একটি ভ্যাশাল দিয়ে মাছ ধরতে নেমে পড়েন। এ সময় খালের মধ্যে থাকা একটি বিষাক্ত সাপ তার শরীরে ছোবল দিয়ে পালিয়ে যায়। এতে ওহাব আলী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে চিকিৎসা করাতে না নিয়ে একজন ওঝা এনে তার বাড়িতে বসে ঝাড় ফুক দিয়ে বিষ নামানোর চেষ্টা চালানো হয়। কিন্তু ততক্ষণে ওহাব আলীর সারা শরীরে বিষ ছড়িয়ে পড়ে। এতে করে কয়েক ঘণ্টা পরেই তিনি মারা যান।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ওয়াশিম জানান, ‘সাপের কামড়ে ওহাবের মৃত্যু হয়েছে।’


আরো সংবাদ



premium cement