গাজীপুরে হাত-পা বেঁধে যুবককে হত্যা
- মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর
- ১৫ অক্টোবর ২০২৪, ১৯:০২
গাজীপুরে হাত-পা বেঁধে দুই হাতের আঙ্গুল কেটে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে যুবকের লাশ মহানগরীর সদর থানাধীন সামন্তপুর এলাকার রূপালী মৎস খামারের পাশের একটি জঙ্গল থেকে উদ্ধার করে পুলিশ।
আনুমানিক ৩৩-৩৪ বছর বয়সের নিহত ওই যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জিএমপির সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আরিফুর রহমান জানান, মঙ্গলবার বিকেলে মহানগরীর সামন্তপুর এলাকার রূপালী মৎস খামারের পাশের একটি ঝোঁপে রঁশি দিয়ে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের লাশ দেখতে পায় খামারের প্রহরীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। নিহতের দুই হাতের বৃদ্ধ আঙ্গুল দুটি ছাড়া অন্য আটটি আঙ্গুল কেটে নেয়া হয়েছে। তার গলায় কালো দাগ এবং বুকে ক্ষত চিহ্ন রয়েছে। লাশের পাশ থেকে একটি চাপাতি ও কিছু রঁশি উদ্ধার করা হয়েছে।
নিহতের পড়নে জিন্সের প্যান্ট ও সাদা টি-সার্ট ছিল। অন্তত: দু’দিন আগে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরো বলেন, ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা