১৫ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১, ১১ রবিউস সানি ১৪৪৬
`

‘জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে’

মাধবদীতে বিএনপি আয়োজিত কর্মী সমাবেশ - ফাইল ছবি

জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে বলে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি বলেন, জনগণ চায় গণতান্ত্রিক সরকার। প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে। দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আজ সোমবার নরসিংদীর মাধবদীতে বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, ‘শত শহীদের রক্তের বিনিময়ে শেখ হাসিনার পতন ঘটিয়ে এ দেশ স্বাধীন হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছেন। পৃথিবী যতদিন থাকবে শেখ হাসিনা ততদিন বাংলাদেশে আসতে পারবেন না। আওয়ামী লীগ গুম, খুন ও নির্যাতনের রাজনীতি করেছে। তাই আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করা দরকার।’

তিনি বলেন, ‘জনগণ শেখ হাসিনাকে রাজনীতিতে দেখতে চায় না। শেখ হাসিনা ক্ষমতা টিকিয়ে রাখতে জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত এক হাজার ৫৪৩ জন মানুষকে হত্যা করেছে। এদের মধ্যে বিএনপির ৪২২ জন নেতাকর্মী রয়েছে।’

চরদিঘলদী ইউনিয়ন বিএনপির আ আব্দুর রশিদ মুন্সি সভাপতিত্বে কর্মী সমাবেশে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু সালেহ চৌধুরী, নরসিংদী সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেন, চরদিঘলদী ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলী হোসেন, চরদিঘলদী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো: শফিকুল ইসলাম প্রমুখ।


আরো সংবাদ



premium cement