বন্দরে যুবককে কুপিয়ে হত্যা
- নারায়ণগঞ্জ প্রতিনিধি ও বন্দর সংবাদদাতা
- ১৩ অক্টোবর ২০২৪, ২৩:৫০
নারায়ণগঞ্জের বন্দরে সোহান (১৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
রোববার (১৩ অক্টোবর) রাত ৯টায় বন্দরের রূপালী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহান বন্দরের সালেহনগর এলাকার সালাম মোল্লার ছেলে।
পূর্বশত্রুতার জের ধরে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোহান বন্দরের রূপালী আবাসিক এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন। রূপালী গেইটের সামনে একদল সশস্ত্র সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। সন্ত্রাসীদের কোপে আহত হওয়ার পর সোহান দৌড়ে জনৈক মোস্তফার বাড়িতে আশ্রয় নেন। সন্ত্রাসীরা ওই বাড়িতে ঢুকে পুনরায় এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক সোহানকে মৃত বলে ঘোষণা করেন।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। তবে কারা কি কারণে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা