১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

আড়াইহাজারে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

আড়াইহাজারে নিষেধাজ্ঞার প্রথম দিনে মেঘনা নদীতে অভিযান - ছবি : নয়া দিগন্ত

আড়াইহাজারে নিষেধাজ্ঞার প্রথম দিনে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও দু’কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। রোববার বিকালে উপজেলার মেঘনা নদীর খাগকান্দা, দয়াকান্দা ও বিশনন্দীসহ বিভিন্ন স্থানে এ অভিযান চালায় উপজেলা মৎস অফিস।

মৎস অফিস সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। যার ফলে নিষেধাজ্ঞার প্রথম দিনে উপজেলা নির্বাহী অফিসার নাহিদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছ অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার, খাগকান্দা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ তরিকুল ইসলাম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, মা ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, সংরক্ষণ নিষিদ্ধ আইনত দণ্ডণীয় অপরাধ।


আরো সংবাদ



premium cement