কালিহাতীতে ২ নৌকার সংঘর্ষে শিশু নিহত
- টাঙ্গাইল প্রতিনিধি
- ১৩ অক্টোবর ২০২৪, ২০:০২
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঝিনাই নদীতে দুই নৌকার সংঘর্ষে অপু পাল (১২) নামে এক কিশোর নিহত হয়েছে।
রোববার (১৩ অক্টোবর) বিকেলে কালিহাতী পৌরসভার পুরাতন থানা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অপু পাল কালিহাতী পৌরসভার দক্ষিণ বেতডোবা গ্রামের বিষ্ণু পালের ছেলে বলে জানা গেছে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া জানান, ‘প্রতি বছরের মতো এবারো প্রতিমা বিসর্জনের আগে ঝিনাই নদীতে অনেক নৌকার সমাগম ঘটে। বিকেল ৪টার দিকে অতিরিক্ত গতির কারণে দু’টি নৌকার মধ্যে সংঘর্ষ হলে অপু পানিতে পড়ে তলিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ অপু পালকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা