১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

সংস্কার করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে : মুজিবুর রহমান

সংস্কার করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে : মুজিবুর রহমান - ছবি : নয়া দিগন্ত

প্রয়োজনীয় সংস্কার করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, ‘নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এদেশের মানুষ যদি ভোট দেয়ার অধিকার পায় তা হলে আল্লাহর আইনের পক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট দেবে, ইনশাআল্লাহ।’

রোববার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে মুন্সিগঞ্জ জেলা শাখার রুকন সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা যদি সত্যিকারে মানুষের মুক্তি চাই তাহলে আল্লাহর আইনের বিকল্প মানুষের তৈরি করা কোনো আইন দিয়ে মানুষের মুক্তি দেয়া সম্ভব না। তাই সকলকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে।’

অধ্যাপক মজিবুর রহমান বলেন, ‘বিগত সরকারের আমলে প্রশাসনের ভালো লোকদের চাকরি দেয়া হয় নাই তাই প্রশাসনের ভেতরে অসৎ লোকের প্রভাব রয়েছে। এখন থেকে মেধাবী চরিত্রবান লোকদের চাকরি দিতে হবে।’

তিনি বলেন, ‘জনগণের জন্য কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েমের উদ্দেশে আমরা জনগণের জন্য কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার কাজ করে যাব। মানুষের মুক্তি পেতে হলে আল্লাহর রাসুলকে সা: অনুসরণ করতে হবে।’

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল মান্নান বলেন, ‘ইসলামী আন্দোলনের প্রত্যেক রুকনকে দ্বীনের জন্য জান ও মাল দিয়ে সর্বোচ্চ ত্যাগ শিকার করার জন্য প্রস্তুত থাকতে হবে।

সভাপতির বক্তব্যে আ জ ম রুহুল কুদ্দুস বলেন, ‘ছাত্র আন্দোলনের মাধ্যমে আল্লাহ আমাদের যে বিজয় দান করছেন তার জন্য মাহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। মুন্সীগঞ্জ জেলার প্রত্যেক ঘরে ঘরে জামায়াতে ইসলামীর দাওয়াত পৌঁছাতে হবে। অহেতুক ঝামেলা ও গিবত থেকে বেঁচে থাকতে হবে।’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা শাখার আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আ জ ম রুহুল কুদ্দুসের সভাপতিত্বে জেলা সেক্রেটারি মাওলানা ফখর উদ্দিন রাজির সঞ্চলনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে দেন কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, সাবেক জেলা আমির মাওলানা মুহাম্মদ আব্দুল আউয়াল জিহাদী।

এ সময় জেলা নায়েবে আমির মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারী, সহকারী সেক্রেটারি মুহাম্মদ আব্দুল মালেক, সবেক জেলা আমির হাফেজ কাজি মজিবুল্লাহসহ জেলার সকল কর্মপরিষদ সদস্য ও থানা আমিররা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement