১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১, ৯ রবিউস সানি ১৪৪৬
`

আশুলিয়ায় শিল্পখাতে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গ্রেফতার ১৬

আশুলিয়ায় শিল্পখাতে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গ্রেফতার ১৬ - নয়া দিগন্ত

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় শিল্পখাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

রোববর (১৩ অক্টোবর) দুপুরে এ তথ্য জানান আশুলিয়া থানা পুলিশ। এর আগে, শনিবার রাতে পুলিশসহ যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, গ্রেফতাররা বেশ কিছু দিন ধরে শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় বিশৃঙ্খলাসহ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির সাথে জড়িত। যৌথবাহিনীর চলমান অভিযানে তাদেরকে গ্রেফতারের পর রোববার আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, কিছু দুর্বৃত্ত শিল্পখাতকে অস্থিতিশীল করতে কারখানা ভাঙচুর ও শ্রমিকদের মারধরসহ নানা বিশৃঙ্খলা করে আসছে। এসব অপরাধীদের আইনের আওতায় আনতে শিল্পাঞ্চলে যৌথবাহিনীর অভিযান চলমান রয়েছে।


আরো সংবাদ



premium cement

সকল