১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১, ৯ রবিউস সানি ১৪৪৬
`

ফতুল্লায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ-ছুরিকাঘাত

ফতুল্লায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ-ছুরিকাঘাত - ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পূজা মণ্ডপের সামনে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ঘটেছে। এ সময় প্রতিপক্ষরা শান্ত (১৬) নামে এক কিশোরের পিঠে ও পায়ের উরুতে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।

জানা গেছে, স্থানীয়রা শান্তকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শহরের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য শান্তকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল রেফার্ড করেন।

এর আগে শনিবার দিবাগত রাত ১০টার দিকে ফতুল্লা থানার পিলকুনি এলাকায় হিন্দুপাড়া রাম মন্দিরে শারদীয় দুর্গাপূজা মণ্ডপের সামনে খালি জায়গায় এ সংঘর্ষ ঘটে। পরে পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কী কারণে এ সংঘর্ষ ঘটেছে তাৎক্ষণিক তা জানা যায়নি। আহত শান্ত পিলকুনি এলাকার মো: জনির ছেলে।

এদিকে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাউলাউ মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) জহিরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

পিলকুনি হিন্দুপাড়া রাম মন্দিরের সভাপতি বীরেন্দ্র চন্দ্র দাস ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টায় পূজা মণ্ডপের সামনে ও পেছনে খালি জায়গায় বহিরাগত বেশ কিছু কিশোর বয়সের ছেলে নাচানাচি করছিল। এ সময় তাদের মধ্যে কোনো এক বিষয় নিয়ে তুমুল বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় এক গ্রুপের সদস্যরা প্রতিপক্ষ গ্রুপের শান্ত নামে এক কিশোরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, তুচ্ছ একটি বিষয় নিয়ে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।


আরো সংবাদ



premium cement
দ্রুতই ছাত্র-জনতার হত্যার বিচার করতে হবে : ডা. শফিকুর ১২ ঘণ্টার চেষ্টায় কুতুবদিয়ায় এলপিজি জাহাজের আগুন নিয়ন্ত্রণে লেবাননকে পৃষ্ঠপোষকতা দেয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের সরকারে বদল হলেও মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি : গয়েশ্বর ৭ অক্টোবর হামলা : হিজবুল্লাহ-ইরানকে সাথে চেয়েছিল হামাস চাইলেই কি আদানির সাথে চুক্তি বাতিল সম্ভব? ইউক্রেনীয় বাহিনী কুরস্কে’র ‘লাইন ধরে রেখেছে’ : জেলেনস্কি হজে যেতে ২৩ অক্টোবরের মধ্যে নিবন্ধন করতে হবে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে দুর্গোৎসব তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে শেবাচিমের আগুন মোহাম্মদপুরে সেনা ও র‌্যাবের পোশাক পরে ডাকাতি, গ্রেফতার ৬

সকল