বিচার বিভাগের কাজের মধ্য দিয়েই জনগণ বুঝবে আমাদের পদক্ষেপ : প্রধান বিচারপতি
- হারুন অর রশিদ, মির্জাপুর (টাঙ্গাইল)
- ১২ অক্টোবর ২০২৪, ২১:৫৬, আপডেট: ১২ অক্টোবর ২০২৪, ২২:১০
বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগের কাজ ও কর্মের মধ্যে দিয়েইে জনগণ বুঝতে পারবে আমাদের পদক্ষেপ।
শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রনদা প্রসাদ সাহার বাড়ির ঐতিহ্যবাহী পূজামণ্ডপ পরিদর্শনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিচার বিভাগের স্বাধীনতা, নিরেপক্ষতা ও চিহ্নিত সন্ত্রাসীদের জামিনের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, এই পরিবারের সাথে আমাদের অনেক পুরোনো সম্পর্ক। এখন উৎসবের সময় যাচ্ছে। তাদের সাথে সামিল হতে পারাই আমাদের সৌভাগ্য।
এর আগে তিনি কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছালে তাকে গার্ড অনার প্রদান করা হয়। কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদিপ কুমার রায় ও উপপরিচালক অনিমেষ ভৌমিকসহ অন্যরা তাকে স্বাগত জানান।
পরে রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শন ও দর্শনার্থীদের সাথে সৌজন্যে স্বাক্ষাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নাজিমুদ্দৌলা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার খান, টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুসহ অন্যরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা