২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হোসেনপুরে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

হোসেনপুরে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু - ফাইল ছবি

কিশোরগঞ্জের হোসেনপুরে পুকুরের পানিতে ডুবে গিয়াস উদ্দিন (৮২) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ শনিবার সকালে নিজ বাড়িতে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

তিনি উপজেলার সিদলা ইউনিয়নের গড়মাছুয়া গ্রামের মরহুম আমজত আলীর ছেলে।

জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় নিখোঁজ হন গিয়াস উদ্দিন। তার খোঁজ পেতে পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হয়। পরে তাকে না পেয়ে বাড়ির পাশের বড় পুকুরে জাল টানা হয়। তখন মাছের সাথে জালে উঠে আসে ওই বৃদ্ধের লাশ।

স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুকুরের পানিতে ডুবে মানসিক ভারসাম্যহীন রোগী গিয়াস উদ্দিনের মৃত্যু হয়েছে।


আরো সংবাদ



premium cement