২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফরিদপুরে মদ পান করে ২ কলেজছাত্রীর মৃত্যু

- ছবি : নয়া দিগন্ত

ফরিদপুরে মদ পানে দুই কলেজছাত্রীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার মধ্যরাতে শহরের আলিপুর মহল্লার কানাই মাতুব্বরের মোড় এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের হাসপাতালে আনা হয়।

নিহতরা হলেন মাগুরার শালিথা উপজেলার দেবিলা গ্রামের সাধন বিশ্বাসের মেয়ে পূজা বিশ্বাস (২০) এবং বোয়ালমারী উপজেলার আম গ্রামের রতন কুমার সাহার মেয়ে রত্না সাহা (২৪)। তারা দুইজনেই ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী। এদের মধ্যে পূজা বিশ্বাস অনার্স প্রথম বর্ষে আর রত্না ডিগ্রীর ছাত্রী।

নিহতদের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় দুর্গাপূজা দেখে ফিরে এসে অসুস্থ হয়ে পড়েন তারা। ক্রমশ অবস্থায় অবনতি হলে মধ্যরাতে তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়।

হাসপাতাল সূত্র জানায়, মধ্যরাতে হাসপাতালে আনার পর নিহতদের একজনকে মৃত ঘোষণা করা হয়। অপরজন চিকিৎসাধীন অবস্থায় রাত ৪টার দিকে মারা যান।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চিকিৎসকের রিপোর্ট অনুযায়ী মদ পানে তাদের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement