শেরপুরে বন্যার্তদের মাঝে রূপগঞ্জ প্রেসক্লাবের ত্রাণ বিতরণ
- শহীদুল্লাহ গাজী
- ১১ অক্টোবর ২০২৪, ১৮:৩৮, আপডেট: ১১ অক্টোবর ২০২৪, ১৮:৪১
শেরপুরের নালিতাবাড়িতে বন্যার্ত ছয় শতাধিক পরিবারের মাঝে রূপগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল থেকে দিনব্যাপী পাঁচগাঁও, সূর্য নগর, নলের ট্যাক, ডহরিয়াপাড়া, ফটিয়াকান্দি, গরকান্দার মোড়সহ বেশ কয়েকটি এলাকায় এ ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন বাংলাদেশ কলামিস্ট ফোরামের মহাসচিব লায়ন মীর আব্দুল আলীম, ইনকিলাব ও বাংলাভিশনের সাংবাদিক খলিল সিকদার, এশিয়ান টিভি ও নয়া দিগন্তের শহীদুল্লাহ গাজী, কালের কণ্ঠের আহমেদ রাসেল, জিটিভির আশিকুর রহমান হান্নান, বাংলাদেশ প্রতিদিনের জাহাঙ্গীর আলম হানিফ, যুগান্তরের এ হাই মিলন, প্রতিদিনের বাংলাদেশের সাইফুল ইসলাম, সমকালের জিয়াউর রাশেদ, সংগ্রামের নাজমুল হুদা, দেশ রূপান্তরের আতাউর রহমান সানী, সকালের সময়ের আনিসুর রহমান আনিছ, নতুন সময়ের শরীফ হোসেন, কালবেলার জাহাঙ্গীর মাহমুদ, করতোয়ার জিন্নাত হোসেন জনি, আলোকিত সকালের তুষার মাকসুদুল প্রমুখ।