১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১, ৭ রবিউস সানি ১৪৪৬
`

মুন্সীগঞ্জে ককটেল বিস্ফোরণ ও গুলি, আহত ৬

মুন্সীগঞ্জে ককটেল বিস্ফোরণ ও গুলি, আহত ৬ - নয়া দিগন্ত

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের শোলারচর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে একাধিক ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছে নারীসহ ছয়জন। এছাড়াও বেশ কয়েকটি বাড়ি-ঘর ভাঙচুর করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত ৭টার দিকে পূর্ব বিরোধের জেরে আধারার সোলারচর গ্রামে আধারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ মিয়া গ্রুপের সাথে আধারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহেক মিজি গ্রুপের লোকজনের এ সংঘর্ষ হয়।

বিএনপি নেতা শাহেক মিজি বলেন, ‘ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ মিয়ার (সাবেক মেম্বার) নির্দেশে আওয়ামী লীগের লোকজন এ হামলা চালায়। তাদের ছোঁড়া ককলেট ও গুলিতে আমাদের ছয়জন আহত হয়েছে। সাত-আটটি ঘর ভাঙচুর করেছে ওরা।’

তবে এ কথা অস্বীকার করে আধারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ মিয়া মেম্বার বলেন, ‘আমার লোকজনের ওপর ওরা হামলা চালায়। আমি এখন গ্রামে বসবাস করি না। আমাদের মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসানো হচ্ছে।’

স্থানীয়দের থেকে জানা যায়, সুরুজ মিয়া গ্রুপের সাথে এক সময়ের ‘চিরশত্রু’ আলি হোসেন সরকার গ্রুপেপের লোকজনও হামলায় জড়িত রয়েছে। ককটেল ও শর্টগানের গুলির আঘাতে গুরুতর আহত প্রবাসীর স্ত্রী নিপা সরকারকে (২৫) উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসাপাতালে নেয়া হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

আহত অন্যরা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালসহ স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতাল সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খলিলুর রহমান শুক্রবার বেলা ১২টার দিকে বলেন, ‘সংঘর্ষের ঘটনায় এখনো কেউ অভিযোগ দায়ের করেনি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’


আরো সংবাদ



premium cement
আন্দোলন দমাতে ৭.৬২ মিলিমিটার রাইফেল ব্যবহার নিয়ে জয়ের দাবি মিথ্যা টাটা ট্রাস্টের চেয়ারম্যানের নাম ঘোষণা সাভারে নানা আয়োজনে বিশ্ব ডিম দিবস পালিত আত্রাইয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু যুক্তরাষ্ট্রে গাড়িচাপায় সিলেটের বাবা-ছেলে নিহত শ্রমিকের স্বার্থ নিশ্চিত করতে ইসলামী শ্রমনীতির বিকল্প নেই : শামসুল ইসলাম সিংড়ায় হিন্দু সম্প্রদায়ের মাঝে বিএনপির অর্থ সহায়তা ছয় ট্রলারসহ ৫৮ বাংলাদেশী জেলেকে ছেড়ে দিলো মিয়ানমার ‘গুন্ডামি আর মাস্তানির মাধ্যমে কোনো রাজনৈতিক দলের জনপ্রিয়তা অর্জিত হয় না’ গাজাকে ‘মানবতার লজ্জা’ বলেছেন এরদোগান নেলসন ম্যান্ডেলার নাতির উপর যুক্তরাজ্যের ভিসা নিষেধাজ্ঞা

সকল