নরসিংদীতে যুবকের লাশ উদ্ধার
- মাধবদী (নরসিংদী) সংবাদদাতা
- ১০ অক্টোবর ২০২৪, ১৫:৪৭
নরসিংদীর সদর উপজেলায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় এখনো জানা যায়নি। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে মধ্যশীলমান্দী এলাকায় সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মধ্যশীলমান্দি সড়কের পাশে যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে সেখান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ এমদাদুল হক ও শেখেরচর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নাহিদুল ইসলাম জানান, ‘এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধের মাধ্যমে হত্যা করে ফেলে গেছে দুর্বৃত্তরা। আমরা নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি অভিযুক্তদের চিহ্নিত করতে কাজ করছি। পরে বিস্তারিত জানা যাবে।‘