১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১, ৬ রবিউস সানি ১৪৪৬
`

আমাদের মধ্যে ধর্মীয় ভেদাভেদ নেই : ড. মঈন খান

আমাদের মধ্যে ধর্মীয় ভেদাভেদ নেই : ড. মঈন খান - ছবি : নয়া দিগন্ত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আমরা সবাই বাংলাদেশী। আমাদের মধ্যে ধর্মীয় ভেদাভেদ নেই, ছিল না এবং ভবিষ্যতেও ভেদাভেদ করব না।

বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যায় পলাশ উপজেলার ঘোড়াশালে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, হিন্দুদের ধর্মীয় উৎসবে সবাই যেভাবে সকলে যোগ দেয় এবং মুসলিমদের ঈদের উৎসবেও একইভাবে সকলে অংশগ্রহণ করে।

বিএনপির প্রবীণ এই নেতা আরো বলেন, মানুষের সবচেয়ে বড় পরিচয় মানুষ। সবার ওপরে মানুষ সত্য, তাহার ওপরে নাই। চন্ডিদাশের এই ভাষ্যকে আমরা অনুসরণ করি।

পরিদর্শনকালে বিভিন্ন মন্ডপ কতৃপক্ষের হাতে অনুদান তুলে দেন ড. মঈন খান।

এ সময় পলাশ উপজেলা বিএনপির সভাপতি এরফান আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টনসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং হিন্দু ধর্মালম্বীরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement