০৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১, ৫ রবিউস সানি ১৪৪৬
`

সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানের বিরুদ্ধে আরো ২ মামলা

সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানের বিরুদ্ধে আরো ২ মামলা - ছবি : নয়া দিগন্ত

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে সিদ্ধিরগঞ্জে মো: রাকিব (১৮) ও মো: মিরাজ (১৪) গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের বিরুদ্ধে দুটি হত্যা চেষ্টা মামলা করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে ভিকটিম রাকিবের বাবা মো: কবির হোসেন ২৯ জন এবং মিরাজের মা মোসা: মিলন বেগম ৩৩ জন আসামির নাম উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানায় দুটি মামলা করেছেন। এছাড়া মামলা দুটিতে অজ্ঞাত আরো ৬০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে ডাচ্ বাংলা ব্যাংকের সামনে এবং চিটাগাংরোড অংশে ভিকটিম মো: রাকিব এবং মো: মিরাজ আন্দোলনে যুক্ত হয়েছিল।

তখন আন্দোলন দমাতে শামীম ওসমানের নির্দেশনায় এজাহারে উল্লেখিত আসামিগণ ও অজ্ঞাতরা ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করলে ভিকটিমরা গুলিবিদ্ধ হন।

পরবর্তীতে তাদের চিকিৎসার জন্যে হাসপাতালে ভর্তি করানো হলে ভিকটিম রাকিবের পা কাটা গেছে ও আরেক ভুক্তভোগী মিরাজের পেট ফুটো করে গুলি বের করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন মামলা দুটির সত্যতা নিশ্চিত করেছেন।


আরো সংবাদ



premium cement