সোনারগাঁওয়ে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেফতার
- সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
- ০৯ অক্টোবর ২০২৪, ১৭:০৪
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দেশীয় অস্ত্র ও মাদকসহ বিল্লাল হোসেন সাগর (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
বুধবার (৯ অক্টোবর) দুপুরে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি বিল্লাল হোসেনকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে বড় মজলিস এলাকায় অভিযান চালিয়ে বিল্লালকে গ্রেফতার করে যৌথ বাহিনী।
বিল্লাল হোসেন উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের বড় মজলিস গ্রামের বাহাউদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কাঁচপুর সিনহা গার্মেন্টস এলাকায় ছাত্র আন্দোলন পণ্ড করার জন্য আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা পিস্তল, আগ্নেয়াস্ত্র, ককটেল ও লাঠিসোঁটা নিয়ে রাস্তা অবরোধ করে আতঙ্ক সৃষ্টি করে। একপর্যায়ে ছাত্রদের ওপর গুলি ছুড়লে শফিক মিয়া নামের একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ হত্যা মামলায় বিল্লাল হোসেন ৬১ নম্বর আসামি। তিনি হামলার সাথে সরাসরি জড়িত।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারী জানান, এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করার জন্য ওই আসামিকে সাত দিনের রিমান্ডে চেয়ে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।