১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

সাভার থানা পুকুরে কলেজছাত্র নিখোঁজ

সাভার থানা পুকুরে কলেজছাত্র নিখোঁজ - ছবি : নয়া দিগন্ত

ঢাকার সাভার থানা পুকুরে সাঁতার প্রতিযোগিতায় নেমে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সাভার উপজেলা প্রশাসন কর্তৃক মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত সাঁতার প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের ছাত্ররা অংশগ্রহণ করার সময় এ ঘটনা ঘটে।

নিখোঁজ ছাত্র সাভার সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির আব্দুল্লাহ নেওয়াজ তুসীন।

জানা যায়, পরে তারা সাভার মডেল থানার পুকুরে সাঁতার প্রতিযোগীতা শেষ করে চলে গেলে সে দুপুর দেড়টার দিকে পুকুরের সাঁতার কাটতে গেলে কিনারায় উঠতে না পেরে পুকুরের মাঝামাঝি সে পানিতে তলিয়ে যায়।

এ ঘটনায় সাভার ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে যাওয়ার জন্য রওয়ানা দিয়েছে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম জানান, শিক্ষার্থীদের সাঁতার প্রতিযোগীতা চলাকালীন সময় আমরা ছিলাম। আমরা চলে আসার পর ওই ছেলে সাঁতার শিখতে গেলে এ ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থলে আধাঁ ঘন্টার মধ্যে চলে যাব। বিকেল সাড়ে ৪টা শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে জানা যায়।

এ ঘটনা সম্পর্কে মাধ্যমিক শিক্ষা অফিসার মো: লিয়াকত আলী নয়া দিগন্তকে জানান, ষষ্ট থেকে ১০ম শ্রেণি পর্যন্ত মাধ্যমিক পর্যায়ে আমাদের আজ মঙ্গলবার সাঁতার প্রতিযোগীতা ছিল। দুপুর সাড়ে ১২টার সময় আমাদের ছেলেদের নিয়ে চলে এলে দেড়টার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনার সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই।

সাভার মডেল থানার ওসি (তদন্ত) মো: আশিক ইকবাল জানান, কলেজের একটি ছেলে সাঁতার কাটতে গেলে খুঁজে পাওয়া যাচ্ছে না। ডুবুরি দল এলে তাকে পানিতে খোঁজা হবে।


আরো সংবাদ



premium cement
সীমান্ত ইস্যু এক দিনে সমাধান সম্ভব নয় : পররাষ্ট্র উপদেষ্টা স্বচ্ছ কাঁচের ঘরে রিমান্ডের সুপারিশ পুলিশ সংস্কার কমিশনের রেস্তোরাঁ খাতে ভ্যাট পুনর্নির্ধারণের সিদ্ধান্ত এনবিআরের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় ৯০ শতাংশ মানুষ : সংস্কার কমিশন গাজীপুরে বিদেশি পিস্তল ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শরীয়তপুরে ছাত্র আন্দোলনে নিহত জালালের লাশ উত্তোলন সাবেক এমপিদেরসহ শতাধিক গাড়ি নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টম পুলিশ ক্যাডারে নিয়োগে শারীরিক যোগ্যতা অন্তর্ভুক্ত করার সুপারিশ বাড়ল স্বর্ণের দাম ঢাকার ১৯ খাল উদ্ধারের পরিকল্পনা চূড়ান্ত পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক মতাদর্শ না দেখার সুপারিশ কমিশনের

সকল