সাভার থানা পুকুরে কলেজছাত্র নিখোঁজ
- সাভার (ঢাকা) সংবাদদাতা
- ০৮ অক্টোবর ২০২৪, ১৭:০২
ঢাকার সাভার থানা পুকুরে সাঁতার প্রতিযোগিতায় নেমে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সাভার উপজেলা প্রশাসন কর্তৃক মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত সাঁতার প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের ছাত্ররা অংশগ্রহণ করার সময় এ ঘটনা ঘটে।
নিখোঁজ ছাত্র সাভার সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির আব্দুল্লাহ নেওয়াজ তুসীন।
জানা যায়, পরে তারা সাভার মডেল থানার পুকুরে সাঁতার প্রতিযোগীতা শেষ করে চলে গেলে সে দুপুর দেড়টার দিকে পুকুরের সাঁতার কাটতে গেলে কিনারায় উঠতে না পেরে পুকুরের মাঝামাঝি সে পানিতে তলিয়ে যায়।
এ ঘটনায় সাভার ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে যাওয়ার জন্য রওয়ানা দিয়েছে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম জানান, শিক্ষার্থীদের সাঁতার প্রতিযোগীতা চলাকালীন সময় আমরা ছিলাম। আমরা চলে আসার পর ওই ছেলে সাঁতার শিখতে গেলে এ ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থলে আধাঁ ঘন্টার মধ্যে চলে যাব। বিকেল সাড়ে ৪টা শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে জানা যায়।
এ ঘটনা সম্পর্কে মাধ্যমিক শিক্ষা অফিসার মো: লিয়াকত আলী নয়া দিগন্তকে জানান, ষষ্ট থেকে ১০ম শ্রেণি পর্যন্ত মাধ্যমিক পর্যায়ে আমাদের আজ মঙ্গলবার সাঁতার প্রতিযোগীতা ছিল। দুপুর সাড়ে ১২টার সময় আমাদের ছেলেদের নিয়ে চলে এলে দেড়টার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনার সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই।
সাভার মডেল থানার ওসি (তদন্ত) মো: আশিক ইকবাল জানান, কলেজের একটি ছেলে সাঁতার কাটতে গেলে খুঁজে পাওয়া যাচ্ছে না। ডুবুরি দল এলে তাকে পানিতে খোঁজা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা