২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

ভাঙ্গায় ২ মাস পর কবর থেকে যুবকের লাশ উত্তোলন

ভাঙ্গায় ২ মাস পর কবর থেকে যুবকের লাশ উত্তোলন - ছবি : নয়া দিগন্ত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হওয়ার দু’মাস পর রিমাজ শেখ নামে এক যুবকের লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে।

রোববার (৬ অক্টোবর) দুপুরে পারিবারের অভিযোগের প্রেক্ষিতে রিমাজের লাশ কবর থেকে তোলা হয়।

জানা গেছে, উপজেলার মানিকদাহ ইউনিয়নের কাউয়াডাঙ্গা বামনকান্দা গ্রামের রেল রাস্তার পশ্চিম পাড়া বিলের কচুরিপানার ভেতর থেকে রিমাজ শেখের লাশ উদ্ধার করা হয়েছিল। ওই সময় পুলিশের নিষ্ক্রিয়তায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দু’মাস আগে রিমাজের পরিবার বিলের পানির থেকে লাশটি উদ্ধার করে তার পরিচয় শনাক্ত করে। পরে ময়নাতদন্ত ছাড়া ভাঙ্গা পৌর সদর এলাকার মাদানী নগর মডেল মাদরাসার কবরস্থানে তাকে দাফন করে। এ ঘটনায় নিহত পরিবার ফরিদপুর জেলা জজ আদালতে অজ্ঞাত আসামি করে একটি মামলা করেন। সেই মামলায় আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য রোববার সকাল ১০টার দিকে পুলিশ মাদানী নগর কবরস্থান থেকে লাশ তুলে জেলা সদর মর্গে পাঠিয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট দবির উদ্দিন, ভাঙ্গা থানার এসআই কবির হোসেন মোল্লাসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মানিকদাহ ইউনিয়নের নাজিরপুর গ্রামের শেখ মান্নান ওরফে মুন্নু শেখের ছেলে রিমাজ শেখ (৪৫)। গত ২ আগস্ট শুক্রবার দুপুরে ১টার দিকে নামাজ পড়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। দুপুর দেড়টার দিকে ছোট ভাই ও তার মেয়ে ফোন করে রিমাজকে।
তিনি ফোন রিসিভ করে বলেন, আমি পুকুরিয়া বাস স্ট্যান্ডের আলাউদ্দিনের গরু চামড়ার দোকানে বসে আছি। কিছুক্ষণ পর বাড়িতে ফিরে আসতেছি।

এরপর থেকে রিমাজ শেখের মোবাইল বন্ধ পাওয়ায় পরিবারের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে তারা বিভিন্ন স্থানে ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে ভাঙ্গা থানায় (২ আগস্ট) একটি সাধারণ ডায়েরি করেন।

একপর্যায়ে ৫ আগস্ট দুপুরের দিকে বিলের মধ্যে রিমাজ শেখের লাশ পাওয়া যায়। লাশ দেখে স্থানীয়রা ভাঙ্গা থানায় পুলিশকে খবর দেয়। তখন ছাত্র আন্দোলন চলার কারণে পুলিশ না এলে রিমাজ শেখের লাশ ময়নাতদন্ত ছাড়াই পৌর সদর মাদানী নগর মডেল মাদরাসার কবরস্থানে তাকে দাফন করা হয়।


আরো সংবাদ



premium cement
মহিলাবিষয়ক অধিদফতরে শত শত কোটি টাকার দুর্নীতি নির্বাচন প্রক্রিয়া কেমন হবে সিদ্ধান্ত জনগণের : অধ্যাপক ইউনূস ট্রাম্প নিয়ে ভারতের উচ্ছ্বাসে কি ভাটা? সীমান্তে বিএসএফের বিশেষ সতর্কতা জারি পরিস্থিতি থমথমে সবজির বাজার নিয়ন্ত্রণে, ঊর্ধ্বমুখী চাল-মুরগির দাম মাওনায় গুলিবিদ্ধ হয়ে দেড় ঘণ্টা মাটিতে পড়েছিলেন আমিনুল পশ্চিমতীরে হামলা বাড়ানোর হুমকি ইসরাইলের লন্ডন ক্লিনিকের ছাড়পত্র পেয়েছেন খালেদা জিয়া দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় সংগ্রাম অব্যাহত থাকবে : ডা: শফিকুর রহমান বহিরাগত শ্রমিকদের তাণ্ডবে দেশ ছাড়ছেন ল্যাভেন্ডার গার্মেন্টের চীনা নাগরিকরা গুজব ছড়ানো হচ্ছে আমরা ভালো আছি : আসিফ নজরুল

সকল





up