গাজীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলআরোহী নিহত
- নয়া দিগন্ত অনলাইন
- ০৫ অক্টোবর ২০২৪, ১৮:১১
গাজীপুরের কোনাবাড়ী এলাকায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছে।
শনিবার সকাল ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কোনাবাড়ী কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিবুল ইসলাম (২৯) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সাতবাড়িয়া এলাকার শাহজাহান আলীর ছেলে। তিনি মিরপুরের ভাসানটেকে থেকে গাজীপুরের টঙ্গীতে বেসরকারি হামীম গ্রুপে চাকরি করতেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৭টার দিকে কোনাবাড়ী কলেজ গেট এলাকায় গাজীপুরমুখী একটি মোটরসাইকেলকে পেছন থেকে তাকওয়া পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলআরোহী রাকিবুল ইসলাম নিহত হন।
কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
সূত্র : বাসস