আগামী দিনে দেশে নেতৃত্বে দিবে ইসলামী ছাত্রশিবির : আব্দুর জাব্বার
- আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
- ০৫ অক্টোবর ২০২৪, ১৩:১৪
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আব্দুর জাব্বার বলেছেন, ‘আগামী দিনে দেশে নেতৃত্বে দিবে ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ। ইতোমধ্যে শিবির সাধারণ মানুষের হৃদয়ের মনি কোঠায় স্থান করে নিতে সক্ষম হয়েছেন। শিবির একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনে কাজ করবে।’
তিনি বলেন, ‘ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। এজন্য শহীদ মতিউর রহমান নিজামী ফাঁসির মঞ্চে যাওয়ার আগে পরিবারের সদস্যদের কাছে জানতে চেয়েছিলেন কোন ড্রেস পরে যাবো।’
শনিবার সকাল ৯টায় আড়াইহাজার উপজেলা পরিষদের হল রুমে ছাত্রশিবিরের সাবেক জনশক্তিদের প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল জাব্বার আরো বলেন, ‘ছাত্রশিবির শুধু দেশেই কাজ করছে না। সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে। ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা জীবন দিতে পারে। প্রয়োজনে জীবন দিবো তুবও ঈমান দিবো না।’
সমাবেশে উপজেলা দক্ষিণ জামায়াতের আমির ও সাবেক শিবির নেতা মো: মোতাহার হোসাইন ভূইয়ার সভাপতিত্বে ও দক্ষিণের সেক্রেটারি হাদিউল ইসলাম এবং উত্তরের সেক্রেটারি মোহাম্মদ সাইফুল ইসলামের যৌথ সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা আমির মমিনুল হক সরকার, জেলা জামায়াতের সেক্রেটারি মো: জাকির হোসেন, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুল রহমান পলাশ, জেলা জামায়াতের সমাজ কল্যাণ সম্পাদক অধ্যাপক ইলিয়াস মোল্লা, কর্মপরিষদের সদস্য মাসউদুর রহমান গিয়াস, জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য মাওলানা আশরাফুল ইসলাম, মহানগর শাখার জামায়াতের ইসলামের সহকারী সেক্রেটারি মো: জামাল হোসেন ভূঁইয়া, আর ডি সম্পদ ও কোর কমিটির সদস্য কেন্দ্রীয় ন্যাশনাল ডক্টর ফোরাম ডা: আব্দুল মালেক, জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন বিভাগীয় দায়িত্বশীল ও ইসলামী ব্যাংকের সাবেক ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আব্দুস ছাদেক ভূঁইয়া, শিবিরের নরসিংদীর সাবেক জেলা সভাপতি মিনহাজুর রহমান মোল্লা, শিবিরের সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট ইসরাফিল হোসেন, শিবিরের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মো: আবু সুফিয়ান প্রমুখ।