রায়পুরায় ৩ মেয়ে জন্ম দিয়ে মায়ের মৃত্যু
- রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা
- ০৪ অক্টোবর ২০২৪, ২৩:৫৬
তিন মেয়ে জন্ম দিয়ে মারা গেছেন শাহীনূর আক্তার (৩৩) নামে এক মা।
নরসিংদীর রায়পুরা উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ পূর্বপাড়ার জসিম উদ্দিন ভূঁইয়ার স্ত্রী শাহীনূর আক্তার।
শুক্রবার (৪ অক্টোবর) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সিজারের মাধ্যমে তিন মেয়ের জন্ম দেয়ার পর তিনি মারা যান।
জানা গেছে, মা শাহীনূরের আগেও আরো তিন মেয়ে রয়েছে। একটি ছেলের আশায় শেষবারের মতো বাচ্চা নেয়ার সিদ্ধান্ত নেয়। পেটে বাচ্চা আসার পর কয়েক মাস পরে নরসিংদী সদর হাসপাতালে ডা. ওয়াসিফকে নিয়মিত দেখান কিন্তু শাহীনূরের পেটে যে তিনটি বাচ্চা রয়েছে এ কথা ডাক্তারও বলতে পারেনি, এমনকি বাচ্চার মা বাবাও জানতে পারেননি।
স্থানীয় ইউপি সদস্য মোকাররম হোসেন জানান, দুপুর ১টার দিকে শাহীনূরের মৃত্যু হয়েছে।
জানা গেছে, সদ্য ভূমিষ্ঠ হওয়া তিন মেয়েই ভালো আছে।