মির্জাপুরে ইমন হত্যা মামলায় ২ আ’লীগ নেতা গ্রেফতার
- হারুন অর রশিদ, মির্জাপুর (টাঙ্গাইল)
- ০৪ অক্টোবর ২০২৪, ২০:০৮
টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত কলেজছাত্র ইমন হত্যা মামলায় অজ্ঞাত আসামি হিসেবে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় মির্জাপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো: সালাউদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- মির্জাপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সভাপতি মো: আরিফ মিয়া ও ২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল জলিল খান। আরিফ মিয়াকে বুধবার এবং আব্দুল জলিলকে বৃহস্পতিবার রাতে তাদের বাসা থেকে গ্রেফতার করা হয়।
উল্লেখ, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন চলাকালে মির্জাপুর হাইওয়ে থানার কাছে কলেজছাত্র ইমন গুলিতে আহত হলে ১৪ দিন পর চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান। পরে তার ভাই সুমন ২২ আগস্ট মির্জাপুর থানায় সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, আহসানুল হক টিটু ও সাত সংসদ সদস্যসহ ১৫৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪০০ থেকে ৫০০ জনের নামে মামলা করেন।