১৬ জানুয়ারি ২০২৫, ০২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬
`

সিংগাইরে সাবেক মেয়রসহ আ’লীগের ৫ নেতা গ্রেফতার

সিংগাইরে সাবেক মেয়রসহ আ’লীগের ৫ নেতা গ্রেফতার - ছবি : নয়া দিগন্ত

মানিকগঞ্জের সিংগাইরে বিশেষ অভিযান চালিয়ে পৌরসভার সাবেক মেয়র ও ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলরসহ আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- সিংগাইর পৌরসভার সাবেক মেয়র মীর মো: শাহজাহান (৬৫), তার ছেলে আনোয়ার হোসেন সজিব ওরফে বাবু (২৫), ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো: আতাউর রহমান (৫৮), তার ছেলে আমিনুর রহমান (২৫) ও জয়মন্টপ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো: মিজানুর রহমান (৪০)।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাহিদুল ইসলাম বলেন, তরিকুল ইসলাম ভূইয়া হানিফের করা একটি চাঁদাবাজি ও মারামারির মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement