১৬ জানুয়ারি ২০২৫, ০২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬
`

শ্রীনগরে পুকুর থেকে আ’লীগ নেতার লাশ উদ্ধার

- ছবি : প্রতীকী

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় পুকুর থেকে শাহজাহান শেখ (৬০) নামে এক আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করা হয়েছে। তার স্ত্রী জানিয়েছেন, এর আগেও বেশ কয়েকবার মদ্যপ অবস্থায় তাকে লোকজন পানি থেকে উদ্ধার করে।

শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বীরতারা ইউনিয়নের কাঠালবাড়ির রাস্তার পাশের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের জন্য পুলিশ লাশটি উদ্ধার করে মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

নিহতের স্ত্রী শিমা বেগম বলেন, ‘তার স্বামী প্রায়ই মদ পান করতেন। এর আগেও বেশ কয়েকবার মদ্যপ অবস্থায় তাকে লোকজন পানি থেকে উদ্ধার করে। গতকাল বৃহস্পতিবার বিকেলে তিনি মাতাল অবস্থায় বাজারে চা পান করতে যান। এর পর আর বাসায় ফেরেননি এবং রাতে খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। সকালে বাড়ি থেকে প্রায় এক শ’ গজ দূরে রাস্তার পাশের ডোবায় তার লাশ পাওয়া যায়।’

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইয়াসিন মুন্সী জানান, নিহতের মুখে মদের গন্ধ রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement