১৬ জানুয়ারি ২০২৫, ০২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬
`

আ’লীগকে নিষিদ্ধের দাবি ইসলামী ঐক্যজোটের

আ’লীগকে নিষিদ্ধের দাবি ইসলামী ঐক্যজোটের - ছবি : নয়া দিগন্ত

জুলাই-আগস্ট আন্দোলনে আপনজনহারা প্রত্যেক শহীদ পরিবারের একজন করে সদস্যকে সরকারি চাকরির ব্যবস্থা এবং আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধের দাবি জানিয়েছে ইসলামী ঐক্যজোট।

বুধবার (২ অক্টোবর) গাজীপুর মহানগর ইসলামী ঐক্যজোটের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জোটের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা ফজলুর রহমান এ দাবি জানিয়ে বলেন, শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবে।

গাজীপুর মহানগর ইসলামী ঐক্যজোটের সভাপতি মুফতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুখলেসুর রহমানের সঞ্চালনায় বুধবার সকালে নগরীর বাসন সড়কে সম্মেলনের প্রধান আলোচক ছিলেন মুফতি লেহাজ উদ্দিন ভূইয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা মুনজুর হোসাইন, মুফতি আব্দুল কাদের মোল্লা, মুফতি ইব্রাহিম কাজী, মাওলানা মুহসিন আহমেদ, মাওলানা আলমগীর হোসেন আরকামী, মাওলানা আব্দুল হালিম, হাফেজ সাইফুল ইসলাম, মাওলানা ইসমাইল হোসেন, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা ফারুক হোসেন, মুফতি ফয়সাল আহমেদ, হাফেজ ইসহাক নূর, মাওলানা আব্দুল হালিম, যুবনেতা মাওলানা জসিম উদ্দিন, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আবুল হাসান, হাফেজ ফরিদুল ইসলাম, ছাত্রনেতা মোহাম্মদ আমিনুল ইসলাম, মো: মিনহাজুর রহমান, মো: তৌকির আহমেদ, মো: জাহিদুল ইসলাম, মো: মাহফুজুল হক, মো: রায়হান আহমেদ, মো: আবির হাসাস সিয়াম ও মো: যোবায়ের আহমেদ প্রমুখ।

মাওলানা ফজলুর রহমান লেবাননের ওপর ইসরায়েলের হামলা বন্ধের দাবি জানিয়ে বলেন, অন্যথায় বিশ্ব মুসলিম ইয়াহুদি তাগুতি শক্তির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে বাধ্য হবে।


আরো সংবাদ



premium cement