সিরাজদিখানে ছুরিকাঘাতে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা
- এইচ আই লিংকন, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)
- ০১ অক্টোবর ২০২৪, ২৩:২৪
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মান্নান ভূইয়ার (৫৫) বুকে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই চেষ্টার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার চরবিশ্বনাথ এলাকায় এই ঘটনা ঘটে।
এতে আহত মান্নান নিমতলা আইডিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে উপজেলার কেয়াইন ইউনিয়নের কেয়াইন গ্রামের আব্দুল আউয়াল ভূইয়ার ছেলে।
আহত মান্নানের ছেলে রনি ভূইয়া জানান, উপজেলার নিমতলা স্টান্ড থেকে একজন ব্যাক্তি অটোরিকশা রিজার্ভ নিয়ে চর বিশ্বনাথ যায়। সেখানে একটি অন্ধকার স্থানে অটো থেকে নেমেই মান্নান ভূইয়ার বুকে বসিয়ে দেয়। সে ছুরিসহ অটোরিকশা নিয়ে নিমতলা চলে আসে। পরে তার পরিবারের লোকজন তাকে নিমতলা আইডিয়াল হাসপাতালে ভর্তি করে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমান বলেন, বিষয়টি আপনার মাধ্যমে অবগত হলাম। হাসপাতালে পুলিশ পাঠিয়ে ব্যাবস্থা নিচ্ছি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা