০২ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১, ২৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

খাগড়াছড়িতে পিটুনীতে নিহত শিক্ষক সোহেলের পরিবারে শোক

খাগড়াছড়িতে পিটুনীতে নিহত শিক্ষক সোহেলের পরিবারে শোক - ছবি : নয়া দিগন্ত

খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবুল হাসনাত মোহাম্মদ সোহেল রানার মৃত্যুর খবরে তার গ্রামের বাড়ি উপজেলা সদরের বাইমহাটীতে শোকের মাতম চলছে।

মঙ্গলবার (১ অক্টোবর) সোহেল রানার মৃত্যুর খবরে তার পরিবারসহ গ্রামের বাড়িতে শোকের মাতম শুরু হয়।

জানা যায়, প্রায় ১৫ বছর আগে তার বাবা প্রকৌশলী ইমাম হোসেন গ্রামের বাড়ি উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর গ্রাম থেকে বাইমহাটী এলাকায় বাড়ি করেন। ইমাম হোসেন ময়মনসিংহ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষক ছিলেন। দুই বছর আগে তিনি মারা যান।

সোহেলের মা সুলতানা বেগমও তিন বছর আগে মারা যান। সোহেলের স্ত্রী সুমাইয়া বেগম দুই সন্তানকে নিয়ে বাইমহাটীতে থাকেন।

সোহেল রানার চাচাত মামা আবু রায়হান সিদ্দিকী জানান, সোহেলের মৃত্যুর খবরে সুমাইয়া বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তিনি দাবি করে সোহেলের বিরুদ্ধে আনা অভিযোগ ষড়যন্ত্রমূলক। সে কোনো খারাপ কাজের সাথে জড়িত নয়। তাকে অন্য কোনো ঘটনায় ফাঁসানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মির্জাপুর গার্লস স্কুলের শিক্ষক বলেন, সোহেল অনেক ভালো মানুষ ছিলেন। আমরা সংবাদ মাধ্যমে যে অভিযোগ দেখলাম তা বিশ্বাস করার মতো নয়। সোহেলের আত্মিয়-স্বজনরাও তার বিরোদ্ধে আনা অভিযোগ মানতে পারছেন না। এটাকে তারা পাহাড়িদের ষড়যন্ত্র বলে মনে করেন।


আরো সংবাদ



premium cement