ধামরাইয়ে মহাসড়ক থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
- ধামরাই (ঢাকা) সংবাদদাতা
- ০১ অক্টোবর ২০২৪, ১৫:২০
ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা বাসস্ট্যান্ডে ফুটওভার ব্রিজের নিচে পড়ে থাকা এক যুবকের লাশ উদ্ধার করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (১ অক্টোবর) সকালে মহাসড়কের মাঝের লেন থেকে লাশটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানা পুলিশের (ওসি)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ভোর রাত থেকে ওই যুবকের লাশটি ধামরাই থানা রোডের ঢাকা-আরিচা মহাসড়কের মাঝের লেনে পড়ে থাকতে দেখতে পায় পথচারীরা। স্থানীয়রা বিষয়টি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিয়ে জানান।
পরে সকাল সাড়ে ১০টার দিকে সাভার হাইওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
এ বিষয়ে সাভার হাইওয়ে থানা পুলিশের (ওসি) সাংবাদিকদের বলেন, সকাল সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে দুর্ঘটনার চিহ্ন রয়েছে। তবে এখনো তার নাম-পরিচয় জানা যায়নি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা