সিদ্ধিরগঞ্জে তরুণ-তরুণীর লাশ উদ্ধার
লাশের পাশে চিরকুট : একসঙ্গে মাটি দেবেন- নারায়ণগঞ্জ প্রতিনিধি ও সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা
- ০১ অক্টোবর ২০২৪, ০০:১১
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ওয়ার্ডের ডাম্পিং দশপাইপ এলাকা থেকে এক তরুণ ও তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তরুণীর চুলের বেণী থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। তাতে তাদের দু’জনকে একসাথে মাটি দেয়ার অনুরোধ জানানো হয়েছে। সোমবার রাত ৯টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, লাশের পাশে বিষের বোতল ছিল। পরে তল্লাশি চালিয়ে তরুণের মানিব্যাগে একটি ভোটার আইডি কার্ড পাওয়া যায়। ওই যুবকের নাম শফিকুল ইসলাম। তার বাবার নাম মনির হোসেন ও মায়ের নাম রোকেয়া বেগম। জন্ম ১৯৯৬ সালের ২২ নভেম্বর। শফিকুলের বাড়ি সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকায়।
অপরদিকে তরুণীর সাথে পাওয়া চিরকুটে লেখা ছিল- ‘আসসালামু আলাইকুম। আপনাদের সমাজের সবার কাছে অনুরোধ, আমাদের দু’জনকে একসাথে মাটি দিয়েন।’
ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো: আব্দুস সালাম মিয়া বলেন, ধারণা করা হচ্ছে যে তারা বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। তাদের মুখ দিয়ে ফেনা বের হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরিচয় নিশ্চিতের জন্য সিআইডি ও পিবিআইয়ের টিম ঘটনাস্থলের এসে ফিঙ্গার প্রিন্ট ও পরিচয় নিশ্চিত করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা