৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১, ২৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

সাবেক ডিবিপ্রধান হারুনকে আসামি করে মামলা

সাবেক ডিবিপ্রধান হারুন - ছবি : সংগৃহীত

সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদকে আসামি করে সিদ্ধিরগঞ্জে মামলা হয়েছে। ২০২৩ সালে শাহীন আল মামুন (৪০) নামের এক ব্যক্তিকে অপহরণ করে দু'কোটি টাকা মুক্তিপণ দাবির অপরাধে আলোচিত সাবেক ডিবি প্রধান হারুনকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জে একটি মামলা দায়ের হয়েছে। এই মামলায় আরো ৫-৭ জনকে অজ্ঞাত রাখা হয়েছে।

সোমবার বিকেলে থানা সূত্রে মামলার বিষেয়টি জানা গেছে।

ভুক্তভোগী শাহীন আল মামুন নারায়ণগঞ্জ কোর্টে আবেদন করলে ২৮ সেপ্টেম্বর মামলাটি রুজু হয়েছেন বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন। মামলার বাদি সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডস্থ ওয়াপদা কলোনী এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে।

মামলার এজাহারের অন্য আসামিরা হলেন সাবেক যুগ্ম কমিশনার ও সাবেক ডিবির সেকেন্ড ইন কমান্ড সঞ্জিত কুমার রায়, সিলেট জেলার আজিজুল রহমানের ছেলে জাকারিয়া ইফতেখার শামীম (৪৫), ঢাকা জেলাস্থ কোতয়ালী থানার আব্দুর রহমানের ছেলে কে এম রুবেল (৪৫), ঢাকাস্থ দক্ষিণ কেরানীগঞ্জের নূর হোসেনের ছেলে মোহাম্মদ মালেক (৪২), সিদ্ধিরগঞ্জের মৃত আব্দুল হাইয়ের ছেলে মো: মহসীন ভুঁইয়া (৫৩), নোয়াখালী জেলার মৃত ফিরোজ আহাম্মেদের ছেলে বোরহান উদ্দিন আহাম্মেদ মিঠু (৫৫)।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল মামুন জানিয়েছেন, মামলাটি কোর্ট থেকে আদেশ এসেছে।


আরো সংবাদ



premium cement
দাবি বাস্তবায়নে আলোচনার আশ্বাসে যমুনা ছাড়লেন ৩৫ প্রত্যাশীরা জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগের সেমিনার মুন্সীগঞ্জে থানা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৫ মামলা ইঞ্জিনিয়ার মোখলেসুর রহমান এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত নির্বাচন প্রসঙ্গে যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব ‘শেখ হাসিনা সরকারকে স্বৈরাচার বানানোর ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা কি কম ছিল?’ বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ তারেক রহমানের ইবিতে দ্বিতীয় মেধাতালিকার সাক্ষাৎকার ৮ অক্টোবর ৯৯৯’র রেসপন্স টাইম আরো কমিয়ে আনা হবে : আইজিপি নিউ নেশনের ইউনিট চিফ বাবলু, ডেপুটি নোমান অবৈধ ট্রাইব্যুনালের বিচারে জীবনহানি- দায় কে নেবে

সকল