১৬ জানুয়ারি ২০২৫, ০২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬
`

মধুপুর এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

- ছবি : প্রতীকী

টাঙ্গাইলের মধুপুর উপজেলার পিরোজপুর মধ্যে পাড়া গ্রামের একটি গাছের সাথে ঝুলে থাকা অবস্থায় জহর আলী (৬৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত জহর আলী (৬৫) উপজেলার কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর মধ্য পাড়া গ্রামের মরহুম সিরাজ আলী শেখের ছেলে।

মামলার বিবরণীতে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় মৃত জহর আলী বাড়ি থেকে বের হয়ে তার নাতী কাওছারের জন্য পিরোজপুর জামিয়া ইসলামিয়া মাদরাসায় ভাত নিয়ে যান এবং ভাত দিয়ে সেখান থেকে আর বাড়িতে না ফিরলে ওই দিন রাত থেকেই আত্মীয়সহ পরিচিত ও অপরিচিত নানা জনের কাছে তালাশ করেও খুঁজে পাওয়া যায়নি। এমতাবস্থায় আজ সোমবার সকালে পাশের আনসার আলীর পুকুরপাড়ের খাড়াজোড়া গাছের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

মৃতের বড় ছেলে জাকারিয়া জানান, গত ২৮ তারিখ বাবা তার নাতির জন্য সন্ধ্যায় পিরোজপুর মাদরাসায় ভাত নিয়ে যান এবং সেখানে ভাত দিয়ে আর ফিরে আসেনি। তিনি শারিরীক বিভিন্ন রোগসহ মানসিক বিকারগস্ত ছিলেন। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন বুঝতে পারছি না।

এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রাসেল আহমেদ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে এসেছি। তার মাথার পেছন দিক থেকে ঝুলে থাকার বিষয়টি দেখে সন্দেহের সৃষ্টি হচ্ছে। তবে ময়নাতদন্ত হলেই এটি হত্যা না আত্মহত্যা জানা যাবে।

তিনি আরো বলেন, এ ঘটনায় ভিকটিমের ছেলে জাকারিয়া একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।


আরো সংবাদ



premium cement
ব্যবসায়ী ও সমাজসেবক ইসহাক দুলালের মুক্তির দাবি আখাউড়ায় মাটির নিচ থেকে মর্টারশেল উদ্ধার প্রধান উপদেষ্টার ডাকা সর্বদলীয় বৈঠকে যাচ্ছে বিএনপি সীমান্ত হত‍্যা রুখে দেয়ার জন‍্য অভ‍্যুত্থান হয়েছে : সারজিস আলম টিউলিপ সিদ্দিককে ‘দুনীতিগ্রস্ত’ বললেন ইলন মাস্ক রোববার কার্যকর হবে গাজা যুদ্ধবিরতি চুক্তি লুৎফুজ্জামান বাবর ১৭ বছর পর কারামুক্ত গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানালেন জাতিসঙ্ঘ প্রধান ‘সংখ্যালঘুদের ওপর নির্যাতন করে ভারত, অপপ্রচার চালায় বাংলাদেশের বিরুদ্ধে’ গজারিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার শিশুর বাম চোখের বদলে ডান চোখে অস্ত্রোপচার : চিকিৎসক গ্রেফতার

সকল