লেফটেন্যান্ট তানজিম হত্যায় আরো ২ আসামি গ্রেফতার
- রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)
- ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৩০
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার (২৩) হত্যা মামলায় আরো দুই আসামিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
শনিবার (২৮ সেপ্টেম্বর) তাদের গ্রেফতার করা হয়েছে।
সূত্রে জানা যায়, চকরিয়া উপজেলার কাহারিয়া ঘোনা এলাকায় যৌথবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থাকা দুটি দেশীয় তৈরি বন্দুকও উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী রিজার্ভপাড়ার বাসিন্দা নাছির উদ্দিন (৩৮) ও একই ইউনিয়নের মাইজপাড়ার বাসিন্দা এনামুল হক (৫০)।
ইতোপূর্বে আরো এজাহারনামীয় ৭ ডাকাতকে বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে যৌথ বাহিনী সূত্রে জানা যায়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা