১৬ জানুয়ারি ২০২৫, ০২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬
`

গাজীপুরে দু’টি কারখানায় শ্রমিক অসন্তোষ, মহাসড়ক অবরোধ

গাজীপুরে দু’টি কারখানায় শ্রমিক অসন্তোষ, মহাসড়ক অবরোধ - সংগৃহীত

গাজীপুরে একটি পোশাক কারখানার এক কর্মকর্তার পদত্যাগসহ বিভিন্ন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল ও অবরোধ করেছে শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বেতন বৃদ্ধির দাবিতে নগরের কোনাবাড়ীতে আরেকটি একটি পোশাক কারখানার কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ মিছিল করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে এই বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন শ্রমিকরা।

শ্রমিকরা জানায়, সকালে সদর উপজেলার জয়দেবপুর থানার মেম্বার বাড়ি এলাকার সিলিকন সুইং লিমিটেডের শ্রমিকরা কাজে যোগদানের জন্য কারখানায় আসেন। পরে তারা কাজে যোগদান না করে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে কারখানার কর্মকর্তা মানবসম্পদ বিভাগ ও প্রশাসনিক কর্মকর্তা লাভলীর পদত্যাগসহ বিভিন্ন দাবি জানিয়ে বিক্ষোভ করেন। পরে কারখানা-সংলগ্ন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

অন্যদিকে, গাজীপুরের কোনাবাড়িতে বেতন বৃদ্ধিসহ ১৯ দফা দাবিতে বিক্ষোভ করছে যমুনা ডেনিমস লিমিটেড কারখানার পোশাক কারখানার কর্মকর্তা-কর্মচারীরা। সকালে কাজে যোগ না দিয়ে কোনাবাড়ি-কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন তারা।

তাদের ১৯ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি দাবিগুলো হলো-
১. সকল কর্মকর্তা-কর্মচারীদের স্থগিত হওয়া বার্ষিক ইনক্রিমেন্টের টাকা মোট বেতনের ১০ শতাংশ চলতি মাসের বেতনের সাথে এরিয়া আকারে দিতে হবে।
২. ২০২৩ সালের প্রকাশিত গেজেট অনুযায়ী বাড়ানো বেতন (ডিসেম্বর থেকে আগষ্ট) পর্যন্ত এক সাথে চলতি মাসের বেতনের সাথে এরিয়া আকারে দেয়া।
৩. সকল কর্মকর্তা-কর্মচারীদের ছুটির টাকা দিতে হবে এবং বকেয়া ছুটির টাকা চলতি মাসের বেতনের সাথে পরিশোধ করতে হবে।
৪. চাকরির বয়স ছয় মাস হলে বেসিক সমপরিমাণ ঈদ বোনাস দিতে হবে।
৫. সকল কর্মচারী এবং শ্রমিকদের তাদের কর্ম দক্ষতা অনুযায়ী প্রমোশন ও গ্রেড প্রদান করতে হবে।
৬. কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের তিন দিন বিলম্ব করলে হাজিরা এবং হাজিরা বোনাস কর্তন করা যাবে না।
৭. কোনো শ্রমিক এবং কর্মচারীদের জোরপূর্বক বের করে দেয়া হলে বিজিএমইএ-এর আইন অনুযায়ী তিন মাস ১৩ দিনের বেতন এবং সম্পূর্ণ সার্ভিস বেনিফিট নগদ প্রদান করতে হবে।
৮. চাকরিরত কোনো শ্রমিক ও কর্মচারী-কর্মকর্তা অসুস্থ হলে তার সকল চিকিৎসা খরচ কোম্পানিকে বহন করতে হবে।
৯. কোনো শ্রমিক বা কর্মচারী মারা গেলে তার লাশ কোম্পানিকে নিজ দায়িত্বে তার গ্রামের বাড়িতে পাঠাতে হবে।
১০. ব্যবস্থাপকের বেতন ৬৫ থেকে ৭০ হাজার করতে হবে ইত্যাদি।

এ বিষয়ে গাজীপুর শিল্পপুলিশ-২ কোনাবাড়ী জোনের সহকারী পুলিশ সুপার মো: জাহাঙ্গীর আলম জানান, যমুনা গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা বেতন বৃদ্ধিসহ ১৯ দফা দাবি আদায়ে বিক্ষোভ করছে। এ সময় তারা কোনাবাড়ী কাশিমপুর আঞ্চলিক সড়ক বন্ধ করে দেয়। যার ফলে এই আঞ্চলিক সড়কে যানচলাচল ব্যাহত হয়। চেষ্টা করছি যানচলাচল স্বাভাবিক করতে।
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
গাজার যুদ্ধবিরতি চুক্তি নিয়ে নতুন সমস্যা বকশীগঞ্জ বিয়ের ১৮ দিনের মাথায় নববধূর রহস্যজনক মৃত্যু এমবিবিএস ভর্তি পরীক্ষা শুক্রবার গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ নিশ্চিত, তবে... জাবিতে শিবিরের প্রকাশনা উৎসব : শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় সার্ভার সচল, সঞ্চয়পত্র বিক্রি শুরু প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা বিএনপির প্রধান উপদেষ্টার সংলাপে বিএনপি জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা শেখ পরিবারের নামে থাকা ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন মির্জাপুরে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদত হোসেন আর নেই এক ম্যাচ পর মুদ্রার উল্টা পিঠ দেখল ঢাকা

সকল