দোহারে রহস্যঘেরা গাড়ি!
- দোহার (ঢাকা) সংবাদদাতা
- ২৬ সেপ্টেম্বর ২০২৪, ২১:৩১
ঢাকার দোহার উপজেলার রাইপাড়ায় কৃষি কাজে ব্যবহৃত অত্যাধুনিক প্রযুক্তির একটি গাড়ি (হারভেস্টার) কয়েক দিন ধরে পড়ে থাকায় মানুষের মধ্যে বিভিন্ন গুঞ্জন চলছে।
জানা গেছে, উপজেলার ইকরাশি নবীন সংঘের মাঠে কয়েক দিন ধরে এ গাড়িটি পড়ে থাকতে দেখা যাচ্ছে। এলাকায় কারা এই গাড়িটি রেখে গেছে তা নিয়ে মানুষের মধ্যে নানান কৌতূহল সৃষ্টি হয়েছে।
স্থানীয়ভাবে জানা গেছে, ২৩ সেপ্টেম্বর সোমবার রাতে গাড়িটি এখানে রেখে চলে যায়। যাওয়ার সময় তারা নবীন সংঘের ক্লাবের সদস্যদের বলে যায়, ধান কাটার জন্য দোহার কৃষি অফিস থেকে আনা হয়েছে গাড়িটি।
গাড়িটি এখানে রাখলে কোনো অসুবিধা হবে কিনা এমন প্রশ্নের উত্তরে তারা রাখতে বলেন। এরপর থেকেই গাড়িটি এখানে রয়েছে। এ নিয়ে এলাকার মানুষের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন। তাহলে এ গাড়িটি কার?
স্থানীয় ফাহাদ জানান, গাড়িটি রেখে যাওয়ার সময় দোহার কৃষি অফিসের বলে জানায়। তবে পরের দিন এখান থেকে গাড়িটি নিয়ে যাওয়ার কথা থাকলেও এভাবেই পড়ে রয়েছে। এরচেয়ে বেশি কিছু আমরা বলতে পারব না।
এ বিষয়ে দোহার উপজেলা কৃষি অফিসের প্লান্ট প্রটেকশন অফিসার সাইফুল ইসলাম সুজু জানান, গাড়িটির সর্ম্পকে আমাকে ওই এলাকা থেকে কয়েকজন কৃষক ফোন করেছিল। আমার জানা মতে, গাড়িটি দোহারের মুকসুদপুর এলাকার এক ব্যক্তি ঢাকা থেকে কিনে এনেছেন। তবে মুকসুদপুরের কোন ব্যক্তি এনেছেন তা তিনি নিশ্চিত করতে পারেননি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা