রান্না করতে গিয়ে সাপের কামড়ে নারীর মৃত্যু
- মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা
- ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০৮
পটুয়াখালীর মির্জাগঞ্জে খিচুড়ি রান্না করতে গিয়ে সাপের কামড়ে সামিয়া আক্তার বুলবুলি (২৫) নামে দুই সন্তানের জননীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার মাধবখালি ইউনিয়নের মাধবখালী গ্রামে এ ঘটনা ঘটে।
সামিয়া আক্তার উপজেলার মাধবখালী গ্রামের আলাউদ্দিন হাওলাদারের মেয়ে।
জানা যায়, বৃহস্পতিবার সকালে দেড় বছরের ছোট মেয়ে তোহা মনির জন্য খিচুড়ি রান্না করতে যান। এ সময় রান্না ঘর থেকে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে তাকে বাড়ির লোকজন উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মুহা.উমর ফারুক জাবির বলেন, আজ দুপুর ১২টার দিকে সাপের কামড়ে আহত সামিয়া রহমান বুলবুলি নামে এক নারীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। বাড়িতে হয়তো ওঝার মাধ্যমে সাপের বিষ নামানোর চেষ্টা করেছিলেন বলে জানান। হাসপাতালে ভর্তির পরে অ্যান্টিভেনম প্রয়োগ করার পূর্বেই রোগীর শ্বাস-প্রশ্বাস বন্ধ হলেও হার্ট চলছিল। এ সময়ে অ্যান্টিভেনম দেয়া হলেও তাকে বাঁচানো যায়নি। সাপে কামড় দেয়ার পর হাসপাতালে রোগী নিয়ে আসতে বিলম্ব করেছেন স্বজনেরা। ফলে এ দুর্ঘটনা ঘটে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা