শ্রীনগরে এক রাতে ১১টি দোকানে চুরি
- শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
- ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৮:১৪
শ্রীনগর উপজেলায় কেসি রোডের সাতগাঁও বাজারে এক রাতে ১১টি দোকানে চুরি হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার সাতগাঁও বাসস্ট্যান্ড বাজারে এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বুধবার রাতে সংঘবদ্ধ চোরের দল ১১টি দোকানে ঢুকে নগদ টাকা, মালামাল ও ওয়ার্কশপের মেশিনপত্র চুরি করে নিয়ে যায়।
দোকানীরা জানায়, ওই বাজারের ইয়াসিন স্টোর, বহুমূল্য স্টোর, সুজন স্টোর, হৃদয় এন্টারপ্রাইজ, রাজু অটো ওয়ার্কসপ, দোলন স্টোর, স্বপন ওয়েল্ডিং, দিলিপ চা স্টোর, রাকিব মেকানিক, চন্দন টেলিকম, মায়ের দোয়া ফার্মেসিতে চুরি হয়েছে। সব মিলিয়ে নগদ টাকাসহ পৌনে সাত লাখ টাকার মালামাল চুরি হয়েছে।
এর মধ্যে ইয়াসিন স্টোরের মালিক মো: ইয়াসিন দাবি করে বলেন, তার দোকান থেকে বাজার সমিতির রক্ষিত তিন লাখ পাঁচ হাজার টাকা চুরি হয়েছে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইয়াসিন মুন্সী বলেন, মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা