শ্রীনগরে মহানবী (সা:)-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন
- শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
- ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০৪
শ্রীনগরে ভারতে মহানবী (সা:)-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সরকারি শ্রীনগর কলেজ থেকে প্রতিবাদ মিছিল নিয়ে তারা ছনবাড়ী ফ্লাইওভারের নিচে এসে সমাবেশ করে।
সমাবেশে বক্তারা বিশ্বনবী (সা:) নিয়ে ভারতের ধর্মগুরু রামগিরি মহারাজ ও বিজিপি বিধায়ক নিতিশ রান যে কটুক্তি করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এ সময় তারা ভারতের মুসলমানদের সাথে একাত্মতা প্রকাশ করে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানান। পরে তারা আলমদিনা মসজিদের পূর্ব পাশে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মানববন্ধন করে। মানববন্ধনে তারা ভারত বিরোধী স্লোগান দিতে থাকে।
এছাড়া সরকারি শ্রীনগর কলেজের ছাত্র-ছাত্রীদের সাথে বালাসুর জামিয়া কাসেমুল উলুম মাদরাসার বেশ কয়েকজন ছাত্র কর্মসূচিতে অংশ নেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা